নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) আটক করেছে পুলিশ।
ধর্ষণের ঘটনার ৩৬ দিন পর শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ৬ মাস আগে দশম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর সাথে শাকিলের পরিচয় হয়। তারপর উভয়ের জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনেন ওই ছাত্রলীগ নেতা শাকিল।
তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে তাকে বসিয়ে রাখা হয়। পরে রাতে স্পিড ক্যানের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুণী বাঁচার জন্য চিৎকার দিলে শাকিল মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকে রাখা হয়।
ঘটনা জানাজানি হলে শাকিল ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে গত ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।
রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার আসামি ভৈরবে মামলার বাদীর সাথে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।