টাঙ্গাইলের ভূঞাপুরে দলবেঁধে ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দলবেঁধে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সেই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন বিচারক হাকিম খালেদা ইয়াসমিন।
এসময় আদালতে ২জন আসামি উপস্থিত থাকলেও বাকি ৩জন জামিন নিয়ে পলাতক রয়েছে। এতে দেশে প্রথমবারের মত ধর্ষণ মামলায় আসামিদের ফাঁসির রায় ঘোষণা করা হল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো-জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের শ্রী দিগেন চন্দ্র শীলের ছেলে গোপি চন্দ্র শীল (৩০), চারালজানী গ্রামের বদন চন্দ্র মণি ঋষির ছেলে সঞ্জিত (২৮), একই উপজেলার একই এলাকার সুনীল চন্দ্র শীলের ছেলে সাগর চন্দ্র শীল (৩৩), সুনীল মণি ঋষির ছেলে সুজন মণি ঋষি (২৮) ও মণিন্দ্র চন্দ্রের ছেলে রাজন চন্দ্র (২৬)। এদের মধ্যে সাগর, মনি, সুজন ও রাজন জামিনে বের হয়ে পলাতক রয়েছে।