জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মেয়ের ধর্ষণে মিথ্যা মামলায় মায়ের ৫ বছরের কারাদণ্ড
জেলা প্রতিনিধিঃ ধর্ষণের অভিযোগ মিথ্যা মামলা করার দায়ে আদালত জয়পুরহাটে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ওই নারীর নাম এলাকার মুন্নুজান বিবি। তিনি জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর রবিউল ইসলামের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, ওই নারী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারি বিষ্ণুপুর গ্রামের মারুফসহ, ৪ যুবকের বিরুদ্ধে তার শিশু কন্যাকে ধর্ষণের মিথ্যার মামলা দায়ের করে। আদালতের নির্দেশে পুলিশ মামলার তদন্ত করেন। আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বেরিয়ে আসে মামলার পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই এই মামলা করা হয় বলে জানা যায়। পরে আদালতে ঔই মামলার অভিযুক্তদের অব্যাহতি এবং মিথ্যা মামলা করায় বাদিকে ৫ বছর সাজার রায় দেন।