গাজীপুরে বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে নারীকে গণধর্ষণ, আটক ৫

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে ১ নারীকে (২১) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ আগস্ট) রাতে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাননি তিনি।