Type to search

অপরাধ

খুলনায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ খুলনায় প্রতিবেশী পুলিশ সদস্য রেজাউল শিকদারের (২৩) বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্য রেজাউল শিকদার ওই গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। নাটোর জেলা পুলিশ লাইনে সে কর্মরত আছেন। সম্প্রতি ছুটিতে সে বাড়িতে এসেছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রেজাউল শিকদার ও ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির শিশুটির বাড়ি একই এলাকার পাশাপাশি। আজ সোমবার বেলা ১১টার দিকে রেজাউল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশ সদস্য রেজাউলকে হাতেনাতে আটক ও শিশুটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত রেজাউলকে থানায় সোপর্দ করা হয়।

তেরখাদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ‘রেজাউলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে শিশুটিকে। রেজাউল ইসলাম পুলিশ বাহিনীর সদস্য। অল্প কিছুদিন হয়েছে তার পুলিশের চাকরি হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Translate »