কুমিল্লায় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক
জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে এ জোড়া খুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাতক লোকমানের শাশুড়ি ভানু বিবি (৫৫) ও তার স্ত্রী ফারজানা আক্তার (২৫)। হত্যাকাণ্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে ঘাতক লোকমান (৩৫) পেশায় রিকশা চালক। সে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং মাদক সেবন করতো। তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় জড়িত এমন অভিযোগ তুলে পার্শ্ববর্তী ভল্লবপুর এলাকা থেকে জামাতার বাড়িতে বেড়াতে আসা শাশুড়ি ভানু বিবি ও তার স্ত্রীর সাথে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে ছুরি দিয়ে শুরই ও তার স্ত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লোকমানকে আটক করেছে পুলিশ।