কক্সবাজারে দুই কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি আটক
জেলা প্রতিনিধিঃ কক্সবাজারে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম ওরফে হারবদলকে (৩৫) আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার বিকেলে রামু উপজেলার রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল কক্সবাজার পৌরসভার ঘোনাপাড়া এলাকার নূর আহম্মদের ছেলে।
শুক্রবার বিকেলে মনিরুলকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে জানান র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবদে গ্রেপ্তার আসামি ২ কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। অভিযুক্তকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগস্ট রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে দুই কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। কয়েক দিন আগে তাদের দু’জনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন, সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেয়। ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করে। পরদিন মঙ্গলবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যান। অপরজন ঢাকার উদ্দেশে চলে যান। রামুতে নেমে যাওয়া কিশোরীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
এবিসিবি/এমআই