Type to search

অপরাধ বাংলাদেশ

বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ

নারী নির্যাতন দমন আইন প্রসঙ্গে সমকালের প্রধান শিরোনাম, ‘বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে তৃতীয় লিঙ্গের পরিচয়ের ব্যাপারে স্পষ্ট কিছু বলা নেই।

তাই তৃতীয় লিঙ্গের কেউ ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হলে মামলার ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

পুলিশের প্রস্তাবে নতুন আইনের খসড়ায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকের বিচার পাওয়ার বিষয়ে সুস্পষ্ট একটি ধারা যুক্ত করার সুপারিশ করা হয়।

নতুন আইনের খসড়ায় ‘শিশু’ শব্দ বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের সংজ্ঞায়ও আসবে পরিবর্তন।

বিশ্বের অনেক দেশের সমসাময়িক বাস্তবতায় যৌন নিপীড়ন ও বিকৃত যৌনাচারকে ধর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

এর আলোকে খসড়ায় ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণের কথা বলা হয়েছে।

আইনটির ব্যাপারে এরই মধ্যে চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন অংশীজনের মত।

এই পরিবর্তনকে বিশেষ করে নতুন আইনে তৃতীয় লিঙ্গের বিষয়টি যুক্ত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।-বিসিবি

এবিসিবি/এমআই

Translate »