পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দুদকের বৈঠক
অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের চার সদস্য অংশ নেন। পরবর্তী সময়ে দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বৈঠকে দুদকের পক্ষে মহাপরিচালক মোকাম্মেল হোসেন, পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, গোলাম শাহরিয়ার ও মোর্শেদ আলম অংশ নেন।
ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া গেছে কি না, তা দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুদকের কর্মকর্তারা বৈঠক করেছিলেন। এতে পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রতিনিধিদলটির কাছে সহযোগিতা চাওয়া হয়। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
-প্রথম আলো