Type to search

বাংলাদেশ

ডোপ পরীক্ষায় পজিটিভ ২৬ পুলিশ সদস্য, চাকুরীচ্যুত করার প্রক্রিয়া শুরু

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের আমরা ডোপ পরীক্ষা করিয়েছে। এদের মধ্যে ২৬ পুলিশ জন সদস্যের পজিটিভ এসেছে। এদেরকে চাকরিচ্যুত করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের নিকটও সুস্পষ্ট মেসেজ যাবে যে, কাউকেই ছাড় দিবো না আমরা। এ ধরনের উদ্যোগের ফলে অনেকেই আমাদের ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে সরে এসেছে। পুলিশ সদস্য যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আটক করা হচ্ছে। একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যে ভাবে ব্যবস্থা নেয়া হয় ঠিক সেভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম বিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Translate »