করোনায় আরও ২৫ মৃত্যু : নতুন শনাক্ত ১৭৩৬
সারাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৬ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৭৩৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন। আরও ২৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৬৬ জন হয়েছে।
জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা আসার আগে পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।