Type to search

অপরাধ বাংলাদেশ সারাদেশ

এবার নোয়াখালীর বেগমগঞ্জে দরজা ভেঙে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধিঃ এবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সুমন (৩২) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরই সুমনকে আটক করে পুলিশ।

স্থানীয় একটি সূত্র জানা গেছে, আটক সুমন পৌর যুবলীগের বিলুপ্ত কমিটির নির্বহী সদস্য ছিল। উপজেলার চৌমুহনী পৌর এলাকার তিনি স্থানীয় বাসিন্দা।
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার এ তথ্য সত্যতা নিশ্চিত বলেন, শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে ছাত্রলীগ নেতা ধর্ষক সুমনকে আটক করেছে পুলিশ। তিনি এবিষয় আর কিছু বলতে রাজি হননি।

জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে এক কিশোরীকে ছাত্রলীগ নেতা সুমন ধর্ষণ করে। বিষয়টি পরে মেয়েটি তার বাবা-মাকে জানায়। এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ পরই ধর্ষক সুমনকে আটক করে পুলিশ।

এর আগে গত ২১ অক্টোবর চাটখিল উপজেলায় প্রবাসীর স্ত্রীকে তার নিজ ঘরে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করে নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল রহমান শরীফ। ওই সময় ওই প্রবাসী স্ত্রীকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক শরীফকে নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন বাজার থেকেগ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার পর তাকে যুবলীগ থেকে শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়।

Translate »