আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আজ। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাসহ ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকার পিলখানায় এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টা থেকে বিজিবি সদর
দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হবে সীমান্ত সম্মেলন। আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এ সম্মেলন চলবে। গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, বৈঠকে সীমান্ত চোরাচালান, হত্যা বন্ধ ও মাদকের অনুপ্রবেশ ঠেকানোসহ সীমান্তে দুই দেশের যৌথ টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। ঐ দিনই ঢাকা ত্যাগ করবে বিএসএফ প্রতিনিধিদল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সরাইলের উত্তর-পূর্ব রিজিয়ন তাদের অভ্যর্থনা জানায়। এরপর সড়কপথে প্রতিনিধিদল সুলতানপুর ব্যাটালিয়নে আসেন এবং সেখান থেকে বিজিবির হেলিকপ্টারে যোগে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন। তেজগাঁও বিমানবন্দরে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাসহ অন্যদের অভ্যর্থনাসহ ফুল দিয়ে বরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।