Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে কমপক্ষে ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকা পড়ে ২৭০টি তিমির মধ্যে অন্তত ৯০টি তিমি মারা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপকূলে আটকা পড়া তিমির ওই বিশাল দলটিকে উপকূলে আবিষ্কার করেন স্থানীয়রা। আটকা পড়া বাকি তিমির মধ্যে আরো তিমি মারা যেতে পারে বলে উদ্ধারকর্মীরা শঙ্কা প্রকাশ করেছে।

সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল এখনও নিশ্চিত নয় সে বিষয়টি। তিমিদের উপকূলে আসার ঘটনা নতুন নয়।

২০০৯ সালে তাসমানিয়া উপকূলে আটকা পড়ে কমপক্ষে ২০০-এর মতো তিমির মৃত্যু হয়েছিলো।

Translate »