Type to search

অস্ট্রেলিয়া কমিউনিটি

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী সাবাহ হাফিজ খুন

পারিবারিক কলহের জেরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত মডেল সাবাহ হাফিজ খুন হয়েছেন।

গত ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনির ওয়েন্টওর্থভিলের লেন স্ট্রিটের একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত সোহান হাফিজের মেয়ে নিহত সাবাহ হাফিজ (২৩)। অস্ট্রেলিয়ার একজন মডেল ও অভিনেত্রী ছিলেন তিনি।

জানা গেছে, সোহান হাফিজ ময়মনসিংহের বাসিন্দা ছিলেন। পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান। সাবাহ হাফিজের জন্ম অস্ট্রেলিয়ায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সাবাহ যে বাসায় থাকতেন, সেখানে তার এক প্রতিবেশী তার আহতের খবর জানিয়ে রাতে পুলিশের সাথে যোগাযোগ করেন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়া হলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাবাহ তার স্বামীর সাথে ওই বাসায় থাকতেন।

অভিনেতা সাবাহ নিহতের পর প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কিনা তা নিয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে পরবর্তীতে তার পারিবারিক সূত্র বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে।

এ ঘটনায় ইউরোপীয় বংশোদ্ভূত সাবাহর স্বামী অ্যাডাম কিউরেটনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইমন গ্লাসার জানান, নিহত সাবাহকে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তবে কী ধরনের অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে তা নিশ্চিত নই আমরা।

Translate »