Type to search

অস্ট্রেলিয়া কমিউনিটি শিক্ষা

করোনার মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু

আবুল কালাম আজাদ খোকন:

অন্যান্য বছরের মতো এবারো সিডনীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা । বিশ্বব্যাপী  করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই ২০ অক্টোবর মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে ইংরেজী পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হলো। তবে  শুরু থেকেই  করোনা ভাইরাস নিয়ন্ত্রনে  রয়েছে দেশটিতে । তারপরও সতর্কতামুলক  অংশ হিসেবে শ্রেনী কক্ষে সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে। এইচএসসি  পরীক্ষা সর্বপ্রথম  অস্ট্রেলিয়াতে  ১৯৬৭ সালে প্রবর্তিত হয়েছিল । দেশটির নিউ সাউথ ওয়েলসের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হায়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৭৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহন করেছে।

এ বছরে বাংলাদেশী  বংশোদ্ভূত অনেক ছাত্র/ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে  । উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সকাল ৯:৫০ মিনিটে  শুরু হয়। অস্ট্রেলিয়া স্কুলগুলিতে পরীক্ষার সময় এলাকায় কোন রকমের পুলিশ পাহারা থাকে না।

বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়ার শিক্ষা কার্যক্রম অনেকটাই ভিন্ন প্রক্রিয়ায় চলে। যেমন ইয়ার টুয়েলভের সকল ক্লাস পরীক্ষার নান্বার ও ট্রায়াল টেস্টের (অনুশীলন পরীক্ষা) নান্বার ফাইনালে যোগ হবে ৫০%। আর বাকী ৫০% নান্বারের জন্য এখন শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা দিচ্ছে। উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষ ট্রায়ালস টেস্ট আগস্ট ও সেপ্টন্বর মাসে সম্পন্ন করেছে। ফরমাল ও গ্রাজুয়েট সিরিমনি শেষ হয়েছে সেপ্টন্বর মাসে।

এইচএসসি শিক্ষার্থীদের জন্য বিস্তৃত পরিসরে প্রায় একশটিরও (ল্যাঙ্গুয়েজ সহ) সম্ভাব্য কোর্স রয়েছে। ইংরেজী সাবজেক্ট বাধ্যতামূলক; তবে বাকী বিষয়গুলি শিক্ষার্থীরা তাঁদের পছন্দমত সিলেক্ট করতে পারে। শিক্ষকরা প্রতিটি ইউনিটের জন্য প্রতি সপ্তাহে আনুমানিক দুই ঘন্টা করে ক্লাস করিয়ে থাকে।

অস্ট্রেলিয়ার রাজ্যগুলির মধ্যে কুইন্সল্যান্ড, দ: অস্ট্রেলিয়া, প: অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং ভিক্টোরিয়ার উচ্চ মাধ্যমিক স্কুল পরীক্ষা সর্বদা একই সময়ে হয়না।

শিক্ষার্থীদের এইচএসসি চূড়ান্ত ফলাফল ১৮ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের এডুকেশন স্ট্যান্ডার্ডস অথরিটি।

 

Tags:
Translate »