Type to search

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুশীলনের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী ছিলেন।

রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

অস্ট্রেলিয়ান পাবলিক ব্রডকাস্টার এবিসি জানিয়েছে, রোববার ডারউইনের উত্তরে টিউই দ্বীপপুঞ্জের কাছে মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার পর বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।

এবিসিবি/এমআই

Translate »