মেলবোর্ন থেকে সৌদি নারী অপহৃত
যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়া ললিতা সাফিরালদিনকে মেলবোর্ন থেকে অপহরণ করে আবার দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী।
মানবাধিকার আইনজীবী অ্যালিসন ব্যাটিসন এএফপিকে বলেন, তাঁর মক্কেলকে আটকে রাখা হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার খবর অনুযায়ী, মাত্র ১১ বছর বয়সে সাফিরালদিনের বিয়ে হয়। তিনি প্রথম সন্তানের জন্ম দেন ১৩ বছর বয়সে।
নিজ দেশে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হন এবং নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে আশ্রয় চান। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় পৌঁছান সাফিরালদিন। ২০২৩ সালের মে মাস থেকে সাফিরালদিন তাঁর মেসেজে সাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানান আইনজীবী ব্যাটিসন।
এবিসিবি/এমআই