অনির্দিষ্টকালের জন্য আটক অভিবাসীদের ছেড়ে দেবে অস্ট্রেলিয়া

সম্প্রতি অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে রায় দিয়েছে অস্ট্রেলিয়ার হাইকোর্ট। এই রায় দেশটিকে দীর্ঘদিন অভিবাসীদের আটক রাখার নীতি থেকে সরিয়ে এনেছে।
শুক্রবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, তারা অনির্দিষ্টকালের জন্য আটকে থাকা অভিবাসীদের মুক্তি দেয়া শুরু করবে। খবর ডয়েচে ভেলের
অস্ট্রেলিয়ার হাইকোর্ট অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটকে রাখার বিরুদ্ধে রায় দেয়ার পর এই ঘোষণা দেয় দেশটির সরকার। একজন রোহিঙ্গার মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। ওই ব্যক্তিকে শিশু নিপীড়নের জন্য আটক করা হয়। তাকে দেশে পাঠাতে পারেনি তারা।
অস্ট্রেলিয়ার আশ্রয়নীতিতে পরিবর্তন
হাইকোর্ট বুধবার রায় দিয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা ‘বেআইনি’৷ যদি ফেরত পাঠানোর কোন সুযোগ না থাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটকে রাখা যাবে না।
১৯৯২ সালের অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি এবং ২০০৪ সালের আইন অনুযায়ী এতদিন তা করা যেত। এই নীতির লক্ষ্য ছিল ভিসা ছাড়া নতুন অভিবাসন নিরুৎসাহিত করা।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের অস্ট্রেলিয়ার আঞ্চলিক প্রতিনিধি আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘ইচ্ছেমত ও অনির্দিষ্টকালের জন্য এভাবে আটক রাখার বিষয়ে আমরা গত এক দশক ধরে উদ্বেগ প্রকাশ করেছি।’
এবিসিবি/এমআই