ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে সাইক্লোনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৭

বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ এ। সেরোজা নামের এক সাইক্লোনের ফলে দক্ষিণ-পূর্ব ইন্দোনেশিয়া এবং তিমুরে এ পরিস্থিতি দেখা দিয়েছে। এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় ৭০ জন এবং পূর্ব তিমুরে ২৭ জনের মৃত্যু। রবিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ পরিচালনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র রাদিত্য জাতি বলেন, দেশটির প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে ৪৯টি পরিবার ইতিমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে এলাকায় কয়েক ডজন বাড়ি মাটিতে দেবে গেছে। বহু বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে বলে জানা গেছে।
অন্যদিকে পূর্ব তিমুরের সরকার বলেছেন, এ সাইক্লোনের ফলে সেখানে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেম্বাটা দ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন অনেকের দেহ পানিতে ভেসে গেছে। এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জন নিহত হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।