Type to search

কমিউনিটি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ৩

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এতে ২জন বাংলাদেশি  মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বুধবার দেশটির নর্থওয়েস্ট প্রদেশে ছোয়াইজারেনেকের আমালিয়া রোডে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাংলাদেশিরা পাইকারি মার্কেট থেকে মালামাল ক্রয় করে নিজ দোকানে আসার সময় অসতর্কভাবে গাড়ি চালাতে গিয়ে গাড়ি উল্টে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আহত ৫ বাংলাদেশির মধ্যে বৃহস্পতিবার রাতে সিলেটের গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এছাড়া মো. রহমত আলী (সিলেট বিশ্বনাথ), নাজিম হুসেইন (সিলেট) ও মো. সৌরভ (মৌলভীবাজার) এখনো ক্লার্সড্রপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Translate »