বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস: শি জিন পিং
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠলো। গতকাল বুধবার (১৭ মার্চ) বিকেলে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করে জানান, ৫০ বছর আগে এ দেশের সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেন। বাঙালিকে মুক্তিসংগ্রামে উদ্বুদ্ধ করে দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। বাংলাদেশের লাল-সবুজ পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান।
তিনি আরও জানান, চীনের রাজধানী বেইজিংয়ে ১৯৫২ সালের ২ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিম পিস কনফারেন্স বা শান্তি সম্মেলন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনে গিয়েছিলেন ১৯৫৭ সালে। সেবারের সেই ভ্রমণ অবশ্য পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে ছিল।
তার ভিডিও বার্তার শেষ বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা উল্লেখ করে জানান, নামগ্লাদেশের জিডিপি শতকরা ৬ ভাগ বৃদ্ধি হয়েছে তার শাসনামলে। এবং দিন দিন চীন এবং বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা করেন।
মূলত মুজিব চিরন্তন থিমের ওপরে ১০ দিনের এ অনুষ্ঠান উদযাপিত হবে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে নানা অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক আয়োজন থাকছে ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে নানা আয়োজন।
পবিত্র আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি আয়োজক কমিটির নীতিনির্ধারক আসাদুজ্জামান নূর উপস্থাপনা করছেন।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় শত শিশুর কণ্ঠে। পরে শিশুরা রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত পরিবেশন করে।