Type to search

Lead Story সারাদেশ

ঢামেকের কোভিড-১৯ আইসিইউতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় করোনা শনাক্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছেন।

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে নতুন ভবনের কোভিড-১৯ ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সরিয়ে ফেলা হয়েছে সবাইকে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ পাঠানো হয় বিভিন্ন ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট আগুন নির্বাপন করে ফেলে।

Translate »