ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশে সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। মওদুদ আহমদের মৃত্যু গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি প্লেনে সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
চলতি বছরের ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ২১ জানুয়ারি পুনরায় এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে গত ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর নেওয়া হয়।