Type to search

সারাদেশ

বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় ২ মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ বরগুনার বামনায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-বামনা উপজেলার আমতলী গ্রামের মৃত আবু জাফরের পুত্র আবু হামজা (৯) ও হাফেজ আক্তারুজ্জামানের ছেলে মো. লোমান (১৩) এবং গুরুতর আহত নিহত লোমান মিয়ার বড় ভাই হাফেজ আইলান। স্থানীয় একটি মাদরাসার ছাত্র তারা।

জানা গেছে, পিরোজপুর জেলার ছারছিনা দরবার শরিফের মাহফিল শেষে মাহেন্দ্র করে বাড়ি ফেরার পথে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে বরিশালের কাশিপুর নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী সাকুরা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লোমান ও হামজা নিহত হয়। গুরুতর আহত আইলানকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমেলেস চন্দ হাওলাদার জানান, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।’

Translate »