Type to search

বিনোদন

কৃষকদের হয়ে প্রশ্ন তুললেন সোনাক্ষী

কৃষকদের হয়ে প্রশ্ন তুললেন সোনাক্ষী -এবিসিবি নিউজ-abcb news

কৃষকরাই অন্নদাতা। সেই কৃষকরা কেন প্রাণহীন শহরে ঢুকে পড়লেন? তারা কেন বিদ্রোহের মশাল জ্বালাতে শুরু করেছেন? এমনই প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

এবার কৃষকদের নিয়ে তার ভাবনা কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনাক্ষী সিনহা একটি কবিতা শেয়ার করেন। সোনাক্ষী যখন কবিতাটি আবৃত্তি করেন, তখন চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। কৃষকদের কেন ‘দাঙ্গাকারী’ তকমা দেওয়া হচ্ছে?

এ নিয়েও প্রশ্ন তোলেন এই দাবাং কন্যা। এর আগেও কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন-কন্যার পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নু, রিচা চাড্ডার মতো একাধিক অভিনেতা কৃষক আন্দোলন নিয়ে সরব হন বিভিন্ন সময়।

Translate »