Type to search

Lead Story রাজনীতি

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর দাবিতে বিএনপির সমাবেশ

খালেদা জিয়া-এবিসিবি নিউজ-abcb news

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় কারাবন্দি দিবস উপলক্ষে সমাবেশ করেছে বিএনপি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা অভিযোগ করেন, কারাগার থেকে মুক্ত হলেও খালেদা জিয়া এখনও গৃহবন্দি। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি তারা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর জোর দাবি জানান। সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশ শেষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় যা প্রকাশ করা হয়েছে, তা দুর্নীতির একশ ভাগের এক ভাগ। তথ্যপ্রমাণ দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে আল-জাজিরা ঠিক নয়। সরকার স্বভাবসুলভভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এর প্রতিবাদ জানিয়েছে। আজ বাংলাদেশের জনগণ দেশের দুর্নীতির কাহিনি জানে। তার অভিযোগ, খালেদা জিয়া তিন বছর ধরে কারাগারে, আবার এখন ‘গৃহবন্দি’। সরকারের ইচ্ছায় আদালত শাস্তির নামে তার সঙ্গে অন্যায় করছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদার মুক্তি দরকার।

বক্তব্যের শুরুতেই খালেদা ও তারেক রহমানের কাছে ক্ষমা চেয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কারণ আমরা তাদের মুক্ত করতে পারিনি। তবে চিরদিন তারা বন্দি থাকবেন না। আমরা অবশ্যই মুক্ত করব। আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ যে তাদের মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারিনি। তাই বলে সারাজীবন খালেদা জিয়া কারাবন্দি থাকবেন, এটা সত্য নয়। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে আমাদের বন্ধন ধীরে ধীরে বাড়বে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, গত তিন বছর আগে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তখন আওয়ামী গুন্ডা বাহিনী দিয়ে ঢাকা ভরে ফেলা হয়েছিল। আমরাও রাজপথ ছাড়িনি।

সমাবেশে হঠাৎ অসুস্থ রিজভী : সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তিনি। পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। দলীয় সূত্র জানায়, ডায়াবেটিস বেড়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয়, মহানগরী ও বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

Translate »