Type to search

Lead Story জাতীয়

মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাকনভিলসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। উল্লেখযোগ্য সামরিক স্থাপনাসমূহের মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স, জরজিয়া, এবং জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার, লুসিয়ানা।
 
সফরকালে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অফিস অব দ্যা সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি- সাউথ এন্ড সাউথইস্ট এশিয়া এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রতিনিধির সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, আমেরিকার এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দর্শনার্থী রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বরাবরের মতো বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন।
বিশেষভাবে, বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। গত মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাকনভিল এর পক্ষ হতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে দু’দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ২ দেশের মধ্যে মিলিটারি এক্সপার্ট এক্সচেঞ্জ, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের মোতায়েন এবং সাইবার ওয়ারফেয়ার ও কাউন্টার টেরোরিজম  বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়বে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আশা প্রকাশ করেন।
Translate »