Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

শেখ হাসিনার গাড়িবহরে হামলায় বিএনপি সাবেক এমপি হাবিবের ১০ বছরের কারাদন্ড

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও বাকি আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর। এর আগে গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে ৩৪ আসামির জামিন বাতিল করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলায় অভিযুক্ত ৫০ জন আসামির মধ্যে কারাগারে রয়েছেন ৩৪ জন। অপর ১৬ জনের মধ্যে ১ জন অন্য মামলায় কারাগারে রয়েছেন। এছাড়া ১৫ জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামিরা হলেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, আক্তারুল ইসলাম, আব্দুল মজিদ, হাসান আলী, আব্দুর রকিব মোল্যা, ময়না, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, গোলাম রসুল, অ্যাড. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, সাহেব আলী, জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রকিব, মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজুর মোলা, ট্রলি শহীদুল, আব্দুল গফফার গাজী, রিঙ্কু, অ্যাড. আব্দুস সামাদ, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন। পলাতক রয়েছেন, মফিজুল ইসলাম, আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু, নাজমুল হোসেন, আব্দুল কাদের বাচ্চু, জাবিদ রায়হান লাকী, কণক ও মাহাফুজুর রহমান।

২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে কলারোয়ায় বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বোমা বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

দীর্ঘ ১৩ বছর পর ২০১৫ সালে আদালতে এই মামলার চার্জশিট দেয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর পর ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে আসামিরা কোয়াশমেন্ট করেন।এরপর চলতি বছরের ২২ অক্টোবর মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার জন্য হাইকোর্ট সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতকে নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে ২০২০ সালের ৪ নভেম্বর মামলাটির বিচার কাজ নতুন করে শুরু হয়।

Translate »