Type to search

Lead Story রাজনীতি

নাইকো দুর্নীতি:খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৮ ফেব্রুয়ারী

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ৩৩ বারের মতো পিছিয়েছেন আদালত। পরবর্তী তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারী) মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি খালেদা জিয়া। এ জন্য তার আইনজীবী জিয়া উদ্দিন সময়ের আবেদন করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত ৯ নম্বর বিশেষ আদালতের (অস্থায়ী) জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে।

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে খালেদা জিয়াসহ ৫জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ৫ মে বেগম জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয় তাদের বিরুদ্ধে।

Translate »