Type to search

কমিউনিটি

কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত: কানাডার ৩ বিশেষজ্ঞ

কোভিড-১৯ বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনায় কানাডার ৩ বিশেষজ্ঞ করোনার টিকার খবর পরিবেশনের ক্ষেত্রে বিজ্ঞানের সাথে সম্পর্কহীন ব্যক্তি বা সূত্রের বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, করোনাভাইরাসের টিকা বিজ্ঞানের বিস্ময়কর সাফল্য। ভ্যাকসিনের ব্যাপারে বিজ্ঞানের সাথে সম্পর্কহীন এবং অপ্রমাণিত তথ্য প্রচারে মানুষের আস্থা নষ্ট হবে এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হবে। ৩ বিশেষজ্ঞই দাবি করেন, এখন পর্যন্ত অনুমোদিত ভ্যাকসিন প্রত্যেকটি বড় ধরনের ঝুঁকি মুক্ত বলে প্রমাণিত হয়েছে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

টরন্টো সময় গত বুধবার রাতে ‘টিকা নিয়ে কেন সংশয়’ শীর্ষক এই আলোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। এতে আলোচনায় অংশ নেন- জুনুটিক ডিজিস অ্যান্ড ইমার্জিং প্যাথোজেনস এর প্রোগ্রাম হেড এবং ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর প্যারাসিটোলোজি এবং ইউনিভার্সিটি অব বৃটিশ কলম্বিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদ, ব্রাম্পটন কেনেডি মেডিকেল ক্লিনিকের ফ্যামিলি ফিজিশিয়ান ডা. আবু ইয়াকুব এবং অনুজীব বিজ্ঞানী ড. সৈয়দ ফজলে রউফ।

বিজ্ঞানী ড. মোহাম্মদ মোরশেদ তার আলোচনায় জানান, স্বল্প সময়ে করোনার ভ্যাকসিন তৈরি হলেও কোনো ঝুঁকি বা কার্যকারিতার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হয়নি। প্রত্যেকটি ভ্যাকসিনই বিভিন্ন পর্যায়ের গবেষণার ফলাফল সর্বসাধারনের জন্য উন্মুক্ত আছে। প্রতিনিয়তই গবেষক ও বিজ্ঞানীরা এগুলো পর্যালোচনা করছেন। তিনি বলেন, নিজে এই গবেষণার তথ্য উপাত্ত পর্যালোচনা করে আমি আপত্তি বা দ্বিধা করার মতো কিছু পাইনি।

ড. মোহাম্মদ মোরশেদ জানান, অত্যাধুনিক প্রযুক্তির বর্তমান সময়ে বিজ্ঞানীরা গবেষণার কয়েকটি ধাপকে একত্রিত করে ভ্যাকসিন সময়কে কমিয়ে এনেছেন। একটি টিকার জন্য ২শ’ কোম্পানির এক যোগে কাজ করার ঘটনা বিরল হিসেবে উল্লেখ করে তিনি জানান, কোভিড-১৯ টিকা নিয়ে কারো কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। তিনি যাদের সুযোগ আছে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে প্রত্যেককেই টিকা নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান চিকিৎসক ডা. আবু ইয়াকুব ভ্যাকসিন এবং করোনাভাইরাসের চিকিৎসার ব্যাপারে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের পরামর্শকেই গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বলেন, সবার জন্য ভ্যাকসিন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

অণুজীব বিজ্ঞানী ড. সৈয়দ ফজলে রউফ তার আলোচনায় করোনা এবং তার টিকা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিশেষজ্ঞ বিজ্ঞানীদের বক্তব্যকেই গ্রহণ করার পরামর্শ দেন। তিনি জানান, বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই ভাইরাস এবং তার প্রতিকার নিয়ে গবেষণা করছেন এবং নতুন নতুন তথ্য মানুষের সামনে নিয়ে আসছেন। তিনি ভ্যাকসিন ব্যাপারে রাজনীতিবিদ বা কোনো দেশের সরকারের প্রধানের বক্তব্যের চেয়েও সংশ্লিষট দেশের প্রধান বিজ্ঞানী বা ডাক্তারের কথা মানার পরামর্শ দিয়ে বলেন, তারা বিজ্ঞানের তথ্যর ভিত্তিতে কথা বলেন।

নতুনদেশ’র প্রধান সম্পাদক শওগাত আলী সাগর জানান, সামাজিকভাবে প্রভাব বিস্তার করে এমন অনেকেই ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য দেন যা সাধারণ জনগণের মনে টিকা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। একটি বৈশ্বিক মহামারি থেকে দ্রুত পরিত্রাণের জন্যই ভ্যাকসিনের ব্যাপারে বিজ্ঞান সম্মত তথ্য জনগণের সামনে তুলে ধরাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Translate »