ভারতে কোভিড-১৯ টিকা কার্যক্রমে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তা

গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয় মরণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম দিন ২ লাখের বেশি মানুষকে ভাইরাসটির টিকা দেয়া হয়। এই কার্যক্রমে ভারতের কয়েক লাখ স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন। যাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া জাতিসংঘের বেশ কিছু সংগঠন ভারতের টিকা কার্যক্রমে সহায়তা করছে।
ডব্লিউএইচও-এর ভারত প্রতিনিধি রডারিকো এইচ অফ্রিন জানান, ভারত সরকারকে প্রযুক্তিগত সাহায্য করেছি আমরা। যাতে করে তারা টিকা প্রদান কার্যক্রম স্বাচ্ছন্দে করতে পারে। এছাড়া আমরা স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ, ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, ডব্লিউএইচও-এর মাঠ পর্যায়ের কর্মীরা ভারতের রাজ্য ও জেলা পর্যায়ের টিকা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্যকর্মীদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন তারা।
জাতিসংঘের এক বিবৃতি বলা হয়েছে, ভারতের টিকা কার্যক্রমে ডব্লিউএইচও-এর পাশাপাশি ইউনিসেফও অংশ নিয়েছে। সাথে আছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।