Type to search

খেলাধুলা

দুই ম্যাচ নিষিদ্ধ মেসি

বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। রোববার রাতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের স্ট্রাইকার অ্যাসিয়ের ভিলালিব্রের মাথায় অহেতুক হাত দিয়ে আঘাত করেন বার্সার সুপারস্টার। পুরো ঘটনা টিভি রিপ্লেতে দেখে মেসিকে লাল কার্ড দেখান রেফারি গিন মানজানো। একই দোষে এবার তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার সাজা শোনালো রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি।

নিষেধাজ্ঞার কারণে বৃহস্পতিবার কোপা দেল রের মঞ্চে তৃতীয় সারির দল কর্নেলার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকর মিস করবেন রোববার এলচের বিপক্ষে লা লিগা ম্যাচও। যদি কর্নেলাকে হারাতে পারে বার্সা, তবে পরের সপ্তাহে কোপা দেল রেতে শেষ ষোলোর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারবেন ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড এবং খেলতে পারবেন বিলবাওয়ের বিপক্ষে লা লিগা ম্যাচেও, যাদের বিপক্ষে মেজাজ হারিয়েই বিপাকে মেসি।

Translate »