Type to search

Lead Story আন্তর্জাতিক

শপথের দিনই মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন

শপথের দিনই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নির্দিষ্ট মুসলিম সংখ্যাগোরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেবেন। বর্তমান মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা শাসনামলে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নেয়ার প্রথমদিনই প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে।

ক্ষমতা নিতে যাওয়া জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের ভয়ংকর ক্ষতিকর দিকগুলো কেবল উল্টে দেয়াই নয় সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার পদক্ষেপও নিতে শুরু করবেন।

ক্লেইন জানান, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারি কোভিড-১৯, অর্থনীতি, ভঙ্গুর, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ দরকার।

Translate »