Type to search

Lead Story অপরাধ

সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলর তরিকুল

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) মৃত্যু হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটান ঘটে জানা গেছে।

নিহত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়ী হয়।

ছুরিকাঘাতের পর তারিকুলকে শহরের প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফানাকী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Translate »