Type to search

Lead Story রাজনীতি

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র তাপসের দুই মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা ২টি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান ও অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে বলে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন।

Translate »