প্রিয় ম্যাশ কে মিস করবে টাইগাররা
সবশেষ ওয়ানডেতে যিনি ছিলেন অধিনায়ক, সেই মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই পরের ওয়ানডেটি খেলতে নামবে বাংলাদেশ! ভবিষ্যতের পরিকল্পনায় না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের দল থেকেই বাদ দেওয়া হয়েছে ডানহাতি পেসারকে। তার অনুপস্থিতি দলের শক্তি কমিয়ে দিয়েছে বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তার মতে, মাঠে মাশরাফির অভাব অনুভব করবে টাইগাররা।
২০২৩ বিশ্বকাপকে ভাবনায় রেখে এগিয়ে যেতে চাইছে বাংলাদেশ। সেভাবেই দল সাজানো হচ্ছে। সে কারণেই ৩৭ বছর বয়সি মাশরাফি বাদ পড়েছেন। তাকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তটা সম্মিলিতভাবেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু আসন্ন সিরিজে তাকে খুব করেই মিস করবে দল, এমনটাই মনে করছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা, সেই হিসেবে সবাই ওর অভাব অনুভব করবে।’
করোনার অনাকাঙ্ক্ষিত লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নতুন করে পথচলা। সেখানে যেমন মাশরাফি থাকবেন না, তেমনি গ্যালারিতে থাকবে না কোনো দর্শক। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আকরাম, ‘এখনও পর্যন্ত আমরা দর্শকহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তারপরও দর্শক নিয়ে আলাপ-আলোচনা চলছে, এখনও সময় আছে। তবে যতদূর মনে হচ্ছে, সম্ভবত এই সিরিজটি আমরা দর্শক ছাড়াই করব।’ মূলত এই করোনাকালে অনাকাক্সিক্ষত কোনো ঘটনার ঝুঁকি এড়াতেই দর্শকদের উপেক্ষা করছে বিসিবি।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সতর্ক। গোটা সিরিজটি হবে জৈব-সুরক্ষা বলয়ে। আজ থেকে সেই বলয়ে ঢুকে যাবেন টাইগার ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হবে এদিন থেকে। এদিনই ঢাকায় পা রাখবে অতিথি দল। এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে ক্যারিবীয়রা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে নিয়ে যাওয়া হবে তাদের। সেখানে তিনদিন কোয়ারেন্টাইন পালন করবে অতিথি শিবির। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে পারবে তারা। সেখানে টাইগারদের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আজই।
ক্যারিবীয়রা আজ ঢাকায় আসছে নিয়মিত একাদশের ১০ তারকাকে দেশে রেখে। করোনা আতঙ্কে টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার আর ওয়ানডে অধিনায়ক কায়রন পোলার্ড আসছেন না। আসছেন না শিমরন হেটমায়ার, রস্টন চেজ, নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শাই হোপরাও। যে কারণে দ্বিতীয় সারির দল নিয়েই আসছে অতিথিরা। তাই বলে ক্যারিবীয় দলকে খাটো করে দেখতে নারাজ আকরাম। টাইগার শিবিরকেও সতর্ক করে দিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান, ‘ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করেছে, সেটি মোটেও ছোট দল নয়। ওদের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো। ব্যাকআপ প্লেয়ার অনেক ভালো। যদি কেউ মনে করে ‘বি’ দল আসছে, তা হলে বড় ভুল হবে।’
প্রতিপক্ষ যেমন দল নিয়েই আসুক, আকরাম চান নিজেদের শক্তির জায়গাতেই মনোযোগ রাখুক টাইগাররা, ‘আমরা প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামব। ওরা কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। কোভিডের জন্য আমরা কিন্তু খেলতে পারিনি।’ ক্যারিবিয়রা খেলে এসেছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পেসসহায়ক কন্ডিশনে। তাদের বধ করার জন্য বরাবরের মতো স্পিনবান্ধব উইকেট বানানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ।