Type to search

Lead Story রাজনীতি

‘ভারত টিকা পাচ্ছে দুই ডলারে, আমরা পাচ্ছি সোয়া পাঁচ ডলারে বললেন জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কোভিড-১৯ যে টিকা ভারত ২ ডলারে পাচ্ছে, আমরা সেটা পাচ্ছি সোয়া ৫ ডলারে। বাড়তি টাকাটা তাহলে কে নিয়ে যাচ্ছে?

আজকে টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে, এর চেয়ে কম টাকায় যদি বিশ্বের শ্রেষ্ঠ দশ বিজ্ঞানীকে ১ কোটি টাকা মাসিক বেতনে আনা হতো, তাহলেও দেশের একশ বিশ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি তৈরি হতে পারত অনেক। নিশ্চিতভাবে বলা যায়, দেশেই ১ বছরের মধ্যে টিকা তৈরি করা যেত। সোমবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের মেহেরুন নেছা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার শাস্তির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী জানান, জাতি আজ প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ কেবল মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, ধর্ষণ অনেক বেশি অর্থনীতিতে। বিচারহীনতার সংস্কৃতির কারণে রাষ্ট্রে খুন-গুম ধর্ষণ অব্যাহত চলছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ধর্ষকরা অপরাধ করেও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নির্যাতিতদের ভয়ভীতি, হুমকি-ধামকি দিচ্ছে। একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই জাতি ধর্ষণের কবল থেকে রক্ষা পেতে পারে।

তিনি জানান, আজকে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি পঞ্চম কোটি টাকা ভর্তুকি দেওয়া হতো, তবে তারাও দেশি বিজ্ঞানীদের নিয়ে কাজ করতে পারত এবং আরও প্রতিষ্ঠান রয়েছে। তাহলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ভ্যাকসিন আবিষ্কৃত হতো। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মিয়া আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষক দল নেতা গোলাম সরোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Translate »