Type to search

Lead Story সারাদেশ

নরসিংদীর বেলাবোতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রীর মৃত্যু হয়েছেন। আরও একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ওসি মামুন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস যাচ্ছিল ঢাকার দিকে। এসময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আরও ১ জন আহত হয়। ভৈরব হাসপাতালে আহতকে ভর্তি করা হয়।

Translate »