Type to search

শিক্ষা

করোনাভাইরাসে তিতুমীর কলেজের শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক।

শনিবার রাত ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয় বলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান।

রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৮ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

“তিনি নিজেই আমাকে ফোন করে জানালেন, স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হল। উনার পুলিশ কর্মকর্তা ভাইয়ের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছিল। তিনিই আজ ভোরে ফোন করে জানালেন, সাইফুল হক সাহেব রাতে মারা গেছেন।”

অধ্যাপক সাইফুল হকের ছোট ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) জাহিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তার ভাই।

“ভাবি-বাচ্চারা ভালো আছে। মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছি। সেখানেই দাফন করা হবে।”

ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন অধ্যাপক সাইফুল হক। তিতুমীরে আসার আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি।

Translate »