Type to search

Lead Story জাতীয়

করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী পজিটিভ শনাক্ত হয়েছে ৮৩৪ জন।

শনিবার (২৬ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন পজিটিভ শনাক্ত ৮৩৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮ হাজার ৯৯ জন। আরও ৩০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৪২৮ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৫০ হাজার ৪৮৮ জন হয়েছে।

দেশে করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চীনে কোভিড-১৯ উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও এলাকায় ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Translate »