‘হায়াৎ লাইন’: অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির মানসিক স্বাস্থ্য সহায়তায় এই প্রথম কোন অলাভজনক উদ্যোগ
হায়াৎ লাইন (Hayat Line) হচ্ছে অস্ট্রেলিয়ার সংকটে পড়া মুসলিম কমুনিটির জন্য প্রথম সহায়তাকারী সংগঠন যেটি পুরোপুরি কমিউনিটির অর্থায়নে পরিচালিত। এটি শুরু হয়েছে COVID 19 প্রাদুর্ভাবের মধ্যে, সিডনির পশ্চিমে অবস্থিত এই প্রতিষ্ঠানে ফোন করলে স্বাস্থ্যকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। এজন্য সংকটে পড়া সাহায্যপ্রার্থী নিজের নাম গোপন রাখতে পারবেন।
হাইলাইটস
এই কমিউনিটির কেউ যদি মানসিক স্বাস্থ্যের বিষয়ে সাহায্য চান তবে তাদের জন্য আরো সহায়তা গুরুত্বের সাথে প্রদান করা হবে।
অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম কমিউনিটির জন্য এটি ফ্রী এবং গোপনীয় সেবা।
সবচেয়ে সাধারণ যে সমস্যাগুলো তা হচ্ছে, উৎকণ্ঠা, বিষন্নতা এবং মাদকব্যবহার জনিত সমস্যা-এসব বিষয়ে সহায়তা দেবে হায়াৎ লাইন।
অনেক সংস্কৃতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে কোন কথা হয় না, এটি যেন লজ্জাজনক ব্যাপার, এক্ষেত্রে হায়াৎ লাইনের লক্ষ্য হচ্ছে সংলাপ শুরু করা।
নাসরিন হানিফী হায়াৎ হাউসের একজন ক্লিনিক্যাল ডিরেক্টর এবং তিনি হায়াৎ লাইন সেবা চালুর জন্য সাহায্য করেছেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, সমাজকর্মী অথবা কাউন্সেলর। প্রতিষ্ঠানটি সাংস্কৃতিকভাবে সংবেদনশীল সেবা দিয়ে থাকে, সাহায্যপ্রার্থীকে তারা কারো সাথে তার সম্পর্কিত বিষয়ে কথা বলতে সহায়তা করে।
হানান ডোভার একজন ক্লিনিক্যাল এবং ফরেনসিক সাইকোলজিস্ট এবং হায়াৎ লাইনের একজন ডিরেক্টর।
তিনি বলেন, ১৬ থেকে ৮৫ বছর বয়সী অস্ট্রেলিয়ানদের মধ্যে অর্দ্ধেকই জীবনের কোন না কোন সময়ে মানসিক সমস্যার অভিজ্ঞতা পেয়ে থাকেন।
সবচেয়ে সাধারণ যে সমস্যাগুলো তা হচ্ছে, উৎকণ্ঠা, বিষন্নতা এবং মাদকব্যবহার জনিত সমস্যা।
কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে অভিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ লোকই এজন্য সাহায্য নিতে আসে না।
ওয়েস্টমেড হাসপাতাল সিডনির ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শেহজী ইউসাফ।
তিনি বলেন, সাংস্কৃতিকভাবে সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্য সেবা প্রদান মূল্য দিয়ে বিচার করা যায় না।
কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের কাছে এটি হচ্ছে কমিউনিটির জন্য কিছু করতে পারা।
হানান ডোভার বলেন, আমরা মুসলিম কমুনিটির জন্য কিছু করতে চাই।
আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক স্বাস্থ্য বিষয়ক সাহায্য চান তবে যোগাযোগ করুন বিয়ন্ড ব্লু’য়ের ১৩০০ ২২ ৪৬৩৬ অথবা হায়াৎ লাইন-এর ১৩০০ ৯৯৩ ৩৯৮ নাম্বারে।
এসবিএস বাংলা