Type to search

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নারী ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কানারামপুর-ত্রিশাল সড়কে চরশ্রীরামপুর চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিপা আক্তার সুমি (৩২) সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মৃত্যুবরণ করেন। তিনি চরকামট খালী এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

অপরদিকে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে নান্দাইল-তাড়াইল সড়কের বারুইগ্রাম নামক স্থানে অজ্ঞাতনামা এক বৃদ্ধ পথচারী (৭০) ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে মধুপুর বাজারে যাওয়ার জন্য পরিষদের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ইউপি সদস্য সুমি। হঠাৎ ত্রিশাল থেকে মধুপুরগামী দ্রুতগতি সম্পন্ন একটি সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে ত্রিশাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন সিএনজিটি আটক করলেও পালিয়ে যায় চালক।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, নিপা আক্তার সুমির মৃত্যুর পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Translate »