রংপুরে বিআরটিএ অফিস থেকে ৬ দালাল গ্রেপ্তার
জেলা প্রতিনিধিঃ রংপুর নগরীতে সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বিআরটিএ অফিস থেকে ৬ দালালকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাছনা এলাকার মৃত শমসের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০), বাহারকাছনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রশিদ (৩১), কামারপাড়া এলাকার আবু হানিফের ছেলে মো. হুমায়ন কবির (৩৮), কেরানীপাড়া এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে লিটন সরকার (৪০), একই এলাকার মৃত মেনহাজ উদ্দীনের ছেলে রিজাউল করিম রাজু (৫০) ও মেডিকেল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৩১)।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারী বাজার সংলগ্ন বিআরটিএ অফিস থেকে ৬ দালালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি প্রেস বার্তায় বলেন, দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটরসাইকেল ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা সেবাগ্রহীতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারি অফিসের ডেস্কে বসে কাজ করাসহ নানাভাবে হয়রানির মাধ্যমে টাকা আদায় করত। সেবা নিতে আসা লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে ৬ দালালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।