Type to search

আন্তর্জাতিক

গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে ৬৯ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৬৯ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির অভিযোগ, গুলেন হলো ২০১৬ সালের ব্যর্থ অভিযানের মূল পরিকল্পক। আঙ্কারার ভাষ্যমতে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ক্ষমতা থেকে উচ্ছেদের লক্ষ্যে ওই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন ফেতুল্লাহ গুলেন। তার পক্ষ থেকে অবশ্য ২০১৬ সালের ওই অভ্যুত্থানের সাথে জড়িত নন বলে দাবি করেছেন। ওই ঘটনায় এরদোয়ানের একজন ঘনিষ্ঠসহ ২৫০ ব্যক্তির মৃত্যু হয়েছিলেন। সংবাদ আনাদোলু নিউজ এজেন্সির

মঙ্গলবার (১ ডিসেম্বর) অভিযানে ৩৯টি প্রদেশ থেকে ওই ৬৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারের তালিকায় আরো কয়েকজন আছেন। এদের মধ্যে এখনো সেনাবাহিনীতে কর্মরত ৭০ জন। পশ্চিামঞ্চলীয় প্রদেশ ইজমিরের প্রধান প্রসিকিউটর জারি করেন এই আটকাদেশ। গুলেন নেটওয়ার্কের সাথে সম্পৃক্ততার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন অফিসারসহ ৮৪৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০১৬ সালে ওই ঘটনার পর থেকে দেশটিতে হাজার হাজার লোককে আটক করা হয়। এখন বিভিন্ন কারাগারে বিচারাধীন আসামি হিসেবে রয়েছেন তারা। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, সামরিক ব্যক্তিত্ব ও অন্যান্য শ্রেণির নাগরিক আছেন। অনেককে বরখাস্তও করা হয়েছে।

গত সপ্তাহে বৈমানিক, সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ শত শত লোককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে রিসেপ তাইয়িপ এরদোয়ানের অভিযোগ, তিনি তুরস্কে প্যারারাল সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন।

Translate »