Type to search

শিক্ষা

এবার পরীক্ষা ছাড়াই প্রাথমিক শিক্ষার্থীদের পরের ক্লাসে উন্নীত

এবার প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উন্নীত করা হবে। যার যে রোল নম্বর আছে, তবে সেই রোল নিয়েই পরের শ্রেণিতে উঠতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন নিজ বিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (২৩ নভেম্বর) এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাঠিয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। টেস্ট হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর সংসদ টিভি, বাংলাদেশ বেতার ও অনলাইনে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এসবের রেকর্ড আছে। বৈশ্বিক মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হবে না। ফলে মূল্যায়নটা শিক্ষকদের ওই রেকর্ড থেকে হবে।

Translate »