Type to search

অস্ট্রেলিয়া কমিউনিটি

সিডনীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ছাত্র নিহত

সিডনী প্রতিনিধি:  সিডনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম বিজয় পাল। তিনি সিডনীর একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র ছিলেন। বাংলাদেশে তার বাড়ী টাংগাইল জেলাতে। দেশে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে EEE তে ব্যাচেলর করেছিলেন তিনি।

বিজয়, পার্ট টাইম ‘উবার ফুড’ এর ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। রোববার রকডেল/কোগারা ম্যাকডোনাল্ডস এর সামনের ক্রসিংয়ে একটি গাড়ির সাথে সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। তাকে প্রথমে স্থানীয় সেইন্ট জর্জ হসপিটালে নেয়া হয়। ডাক্তাররা সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেও সফল হতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

Translate »