করোনায় আক্রান্ত হলেন র্যাব মহাপরিচালক

র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। রাজারবাগ পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, অসুস্থ বোধ করায় গত বুধবার করোনা পরীক্ষা করান র্যাব মহাপরিচালক। তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) র্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান র্যাবপ্রধানের করোনা শনাক্ত হওয়ার খবর জানান। ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় র্যাব মহাপরিচালক এই অনুষ্ঠানে আসতে পারেননি।’