Type to search

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় প্রাণ গেল বাবার

জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ভাইয়ে ভাইয়ে ঝগড়ার ঘটনায় স্ট্রোক করে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সোনাতলা বাজার পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৭টার দিকে রজব আলীর ছেলে মুক্তার ও মুন্নাফের মধ্যে বাড়িতে চুলা বসানোকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। ২ছেলের ঝগড়া বন্ধের জন্য বাবা রজব আলী (৭৫) বার বার চেষ্টা করে।

এক পর্যায়ে ২ছেলের ঝগড়ারত অবস্থায় বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা ধারণা স্ট্রোক জনিত কারণে তিনি মারা গেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Translate »