পরিষ্কার ব্যবধানে জিততে যাচ্ছি, জাতি আমাদের সঙ্গে আছে : বাইডেন
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনে তিনি ‘পরিষ্কার ব্যবধানে’ জয়লাভ করতে যাচ্ছেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৭ হাজার ভোটে এগিয়ে যাওয়ার পর যু্ক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেলাওয়ারের উইলমিংটন থেকে এক টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন। খবর সিএনএন ও বিবিসির। অ্যালেহেনি কাউন্টির পোস্টাল ব্যালট গণনা হওয়ার পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ভোটের ব্যবধান বেড়ে ২৭ হাজারে পৌঁছেছ এবং পেনসিলভানিয়া রাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এগিয়ে গেছেন বাইডেন।
টেলিভিশন ভাষণে বাইডন বলেন, ‘আমার প্রিয় আমেরিকাবাসী, আমরা এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি, তবে (ভোটের) সংখ্যাই আমাদের এটা পরিষ্কার করে বলে দিচ্ছে। আমরা এই নির্বাচনে জিততে যাচ্ছি, পরিষ্কার ব্যবধানেই জিততে যাচ্ছি। জনগণ আমাদের পেছনে আছে।’
এ সময় বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে কাছেই স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জো বাইডেন বলেন, ‘আমরা ইতোমধ্যে ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থী এত ভোট পায়নি।’
তিনি আশাবাদ ব্যক্তি করেন, তার দল ৩০০ ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছে।
ঐতিহাসিকভাবে রিপাবলিকান অঞ্চল অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশকেরও বেশি সময় পর ডেমোক্রেটরা জয় পেতে যাচ্ছে বলেও আশা প্রকাশ করেন বাইডেন।
‘ক্ষোভ ও চক্রান্ত ত্যাগ’ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমরা শত্রু নই।’
করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে চলমান দ্বন্দ্বের উপস্থিতি বিবেচনায় রেখে ডেমোক্রেট প্রার্থী বলেন, ‘এরকম কঠিন লড়াইয়ের নির্বাচনের পর উত্তেজনা তীব্র থাকে। কিন্তু আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বাইডেন বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন।